logo
logo

সালামের সঠিক উচ্চারণ ও সালামের ভুলগুলো

Blog single photo

আমরা অনেকেই হয়তো সালাম দিতে বা সালামের উত্তর দিতে গিয়ে নিজেদের অজান্তেই ভুল করে ফেলি। সালাম দিতে হবে ও উত্তর দিতে হবে স্পষ্ট উচ্চারণে। কারণ, আরবি ভাষায় সামান্য উচ্চারণের পার্থক্যও অর্থের বিকৃতি ঘটাতে পারে।

সালাম একটি দোয়া। তাই কমপক্ষে এতটুকু বিশুদ্ধ উচ্চারণ জরুরি, যাতে এর অর্থ ঠিক থাকে।

সালামের সঠিক উচ্চারণ: আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

‘আসসামু আলাইকুম’–এর অর্থ দাঁড়ায় ‘তোমার মৃত্যু হোক’, যাতে শান্তি কামনার বিপরীতে অশান্তি কামনা করা হয়। এ ছাড়া ‘স্লামালেকুম’, ‘স্লামালাইকুম’, ‘আসলামালাইকুম’, ‘আস সালামালাইকুম’—এগুলো সব ভুল সালাম।

সালামের ভুলগুলো

অনেকে হয়তো না জেনে সালাম দিতে গিয়ে মারাত্মক কিছু ভুল করেন। যেমন ‘আসসামু আলাইকুম’–এর অর্থ দাঁড়ায় ‘তোমার মৃত্যু হোক’, যাতে শান্তি কামনার বিপরীতে অশান্তি কামনা করা হয়। এ ছাড়া বহুল প্রচলিত ‘স্লামালেকুম’, ‘স্লামালাইকুম’, ‘আসলামালাইকুম’, ‘আস সালামালাইকুম’—এগুলো সব ভুল সালাম।

যদি ‘অলাইকুম সালাম’, ‘অলাইকুম আসসালাম’ ইত্যাদি জবাব দেওয়া হয়, তবে সেগুলোও ভুল হয়। এতে অর্থ পরিবর্তিত হয়ে শুধু সালামের সঠিকতা নষ্ট হয় না; বরং সালামের উদ্দেশ্য ও বরকতও নষ্ট হয়।

সম্প্রীতির বন্ধনে সালাম

সালাম মানুষের মধ্যে পরিচিতি ও ভালোবাসা বাড়ায়। এটি ফরজ নয়, তবে মহানবী (সা.)-এর একটি প্রিয় সুন্নাহ। সালামের মাধ্যমে মুসলিমদের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। তাই আসুন, ছোট-বড়, পরিচিত-অপরিচিত সবাইকে সঠিকভাবে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলি।

ঘরে প্রবেশ করলে, বাইরে কাউকে দেখলে, এমনকি দারোয়ান, রিকশাওয়ালা বা সহযোগীদেরও সালাম দিই। শিশুদের সালাম দেওয়ার জন্য উৎসাহিত করি। এভাবে আমরা পারস্পরিক সম্প্রীতির একটি সুন্দর বন্ধন সৃষ্টি করতে পারি, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

logo
Top