logo
logo

ইসলামের ৫ টি ভিত্তি

Blog single photo

ইসলামে আরবি ভাষার একচ্ছত্র প্রাধান্য দেখা যায়। কেন - সেকথায়ও একটু পর আসছি। ইসলাম একটি আরবি শব্দ। এটি এসেছে আরেক আরবি শব্দ 'সালাম' থেকে। সালাম মানে হল শান্তি। ইসলাম মানে হল, প্রভুর কাছে নিজের কামনা, বাসনা, বিবেক, বুদ্ধিমত্তা সমর্পণ করে শান্তি লাভ করা। মুসলমান বা মুসলিম হল এমন একজন যিনি নিজের সত্ত্বাকে আল্লাহর কাছে সমপর্ণ করেন। ইসলামের লক্ষ্য ও উদ্দশ্য একটিই - তাহলো আল্লাহর কাছে সারেন্ডার করে শান্তি কায়েম করইসলামের স্তম্ভ ৫টি। সেগুলো হচ্ছেঃ

(১) কালেমায়ে শাহাদাত উচ্চারণ করা,

(২) নামায প্রতিষ্ঠা করা,

(৩) যাকাত প্রদান করা

(৪) রামাযান মাসে রোযা রাখা

(৫) সামর্থ থাকলে আল্লাহর ঘরের হজ্জ আদায় করা।া।


আপনার মতামত লিখুন

Top