logo
logo

গোসল ফরজ অবস্থায় পুরুষদের যেসব কাজ নিষিদ্ধ

Blog single photo

ইসলামী আইনশাস্ত্রবিদরা বলেন, গোসল ফরজ হলে সেই গোসল না করে নামাজ, তাওয়াফ, কুরআন তিলাওয়াত ও কুরআন স্পর্শ করা এবং মসজিদে যাওয়া নিষিদ্ধ। এছাড়া অন্যান্য কাজ প্রয়োজনে করা যেতে পারে।

হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তার সঙ্গে মদিনার কোন এক পথে রাসূল সা.-এর দেখা হল। আবু হুরায়রা (রা.) তখন জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় ছিলেন।

তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা রা. গোসল করে এলেন।

পুনরায় সাক্ষাৎ হলে রাসূল সা. জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা! কোথায় ছিলে? আবু হুরায়রা রা. বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করি নি।

নবীজী সা. বললেন, سبحان الله ، إن المسلم لا ينجس সুবহানাল্লাহ্! মুমিন নাপাক হয় না। (সহিহ বুখারি, হাদিস নং- ২৭৯)

তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া ও ওজু করে করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে। 

যেমন- হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল সা. জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের ওজুর মত অজু করে নিতেন। (সহিহ মুসলিম, হাদিস নং- ৩০৫)

আপনার মতামত লিখুন

Top