হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মানুষ যদি স্বর্ণ দ্বারা পরিপূর্ণ একটি ময়দান পেয়ে যায়, তবে এমন দ্বিতীয় আরেকটি স্বর্ণ ভরপুর ময়দানের আশা করবে। যদি দ্বিতীয়টি পেয়ে যায়, তবে তৃতীয় আরেকটির আশা করবে। মানুষের পেট কেবল কবরের মাটিই পূর্ণ করতে পারে।’ (বুখারি: ৬৪৩৮)।
শিক্ষা
১. মানুষের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষা অসীম। যতই উপার্জন করবে, ততই চাহিদা বাড়তে থাকবে। আরও বেশি কীভাবে উপার্জন করা যায়, সেই চিন্তাভাবনা করবে।
২. মানুষকে যদি স্বর্ণ দিয়ে ভরপুর একটি মাঠের মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে সে এরকম আরেকটি স্বর্ণভরা মাঠ অর্জনের চেষ্টায় লিপ্ত হবে। এভাবে একে একে অগাধ ধনসম্পদের মালিক হলেও তার অভাব ও প্রয়োজনবোধ শেষ হয় না।
৩. অথচ মানুষকে একদিন মরতে হবে। কবর জগতে যেতে হবে। তখন কিন্তু তার আর সম্পদ পাওয়ার আশা থাকবে না। বরং সমুদয় সম্পদ দুনিয়ায় রেখে শূন্য হাতে কবরে পাড়ি জমাতে হবে।
৪. তাই পার্থিব জীবনে সম্পদের চাহিদা ও আশা সীমিত রেখে পরকালের সম্পদ (সওয়াব) উপার্জনের জন্য চেষ্টা করা উচিত।
সাম্প্রতিক মন্তব্যসমূহ