আরবি ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার একটি চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জি, যা চাঁদের গতি ও পর্যায় অনুযায়ী নির্ধারিত হয়। ৬২২ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার বছর থেকেই এই ক্যালেন্ডারের গণনা শুরু হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উপর ভিত্তি করে হিজরি ক্যালেন্ডারের গণনা চলে।
হিজরি ক্যালেন্ডার এবং চন্দ্র ও সৌর বর্ষপঞ্জির পার্থক্য
হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণভাবে চন্দ্রের উপর নির্ভরশীল, যার ফলে প্রতি মাস ২৯ থেকে ৩০ দিনের হয় এবং পুরো বছর প্রায় ৩৫৪ দিনে সম্পন্ন হয়। অন্যদিকে সৌর বর্ষপঞ্জি বা ইংরেজি ক্যালেন্ডার ৩৬৫ দিনের এবং সূর্যের উপর নির্ভরশীল।
এই পার্থক্যের কারণে হিজরি মাসগুলো প্রতি বছর সৌর ক্যালেন্ডারের সঙ্গে ১০-১২ দিন পিছিয়ে যায়। এ কারণেই ইসলামি গুরুত্বপূর্ণ মাস যেমন রমজান, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বিভিন্ন বছরে ভিন্ন সময়ে আসে।
হজরত আবু বাকরা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বছরে বারোটি মাস রয়েছে, তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত। (সহিহ বুখারি)
সাম্প্রতিক মন্তব্যসমূহ