logo
logo

সৌদি আরবে ৭০০ আবেদন আহব্বান করা হয়েছে পূনৃ অর্থায়নে

Blog single photo

আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ এবং সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি—সৌদি সরকারি বৃত্তি যেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক বিরল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। 

সৌদি সরকার সম্প্রতি যে ৭০০টি পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক বৃত্তির ঘোষণা দিয়েছে, এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। 

নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির অন্তত ২৫টি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন

আবেদনের যোগ্যতা

বাংলাদেশের যেকোনো প্রার্থী এ বৃত্তির জন্য বাধাহীনভাবে আবেদনের সুযোগ পাবেন। স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের বয়সসীমা ৩০ বছরের কম হতে হবে। আর পিএইচডির জন্য ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। প্রত্যেক প্রার্থীকে শুধু একটি বৃত্তি প্রদান করা হবে। প্রার্থীদের আগে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা যাবে না।

সৌদির উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের তালিকা

ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, জেদ্দা বিশ্ববিদ্যালয়, হাফর আল-বাতিন বিশ্ববিদ্যালয়, বাদশাহ ফয়সাল বিশ্ববিদ্যালয়, কিং খালিদ বিশ্ববিদ্যালয়, তাইবাহ বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, প্রিন্সেস নোরা বিশ্ববিদ্যালয়, ইমাম ইমাম আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়

আবেদনের পদ্ধতি

শিক্ষার্থীরা সৌদি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে বৃত্তিটির আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৫ববিদ্যালয়।

আপনার মতামত লিখুন

Top